গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে অবস্থিত শ্রীফলতলী জমিদার বাড়ি (Shreefaltali Court Of Estate) এক ঐতিহাসিক নিদর্শন। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই জমিদার এস্টেটের যাত্রা শুরু হলেও তাঁর পিতা খোদা নেওয়াজ খান ছিলেন জমিদার এস্টেটের মূল কর্ণধার। জমিদার বাড়িটি প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো এবং এখান থেকেই কালিয়াকৈর থানার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় প্রায় ১০০ বছর আগে।

শ্রীফলতলী জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত – বড় তরফ ও ছোট তরফ। দর্শনার্থীরা উভয় অংশ ঘুরে দেখতে পারেন। ছোট তরফে জমিদার বংশের উত্তরাধিকারীরা বর্তমানে বসবাস করেন, তাই এখানে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন হয়। ছোট তরফ বিভিন্ন নাটক, সিনেমা ও ফটোশুটের জন্য ভাড়াও দেওয়া হয়। এছাড়া বাড়ির মাঝামাঝি একটি মসজিদ রয়েছে, যা বাড়ির স্থাপত্যকে আরও ঐতিহাসিক গাম্ভীর্য দান করে।


যাওয়ার উপায়:
ঢাকা থেকে রাজধানী পরিবহণের বাসে এয়ারপোর্ট ও উত্তরা হয়ে কালিয়াকৈরের শ্রীফলতলী মোড়ে নামতে পারবেন। মোড় থেকে ৫-৬ মিনিট হাঁটলেই বাড়িতে পৌঁছানো যাবে।
অথবা, গাবতলী বাস টার্মিনাল থেকে মৌমিতা, ইতিহাস ও ঠিকানা পরিবহণের বাসে চন্দ্রা মোড়, সেখান থেকে রিকশা বা সিএনজি নিয়ে শ্রীফলতলী।


কোথায় থাকবেন:
গাজীপুরে রাত্রিযাপনের জন্য রয়েছে বেশ কিছু রিসোর্ট ও হোটেল, যেমন –

  • হ্যাপি ডে ইন

  • নক্ষত্রবাড়ি রিসোর্ট

  • নন্দন ভিলেজ

  • হলিডে এক্স

Scroll to Top