রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান (Bhawal National Park)। ঘন গজারি বন, প্রাকৃতিক লেক, জীববৈচিত্র্যে ভরপুর এই উদ্যান প্রকৃতি ও নিরিবিলি পরিবেশ ভালোবাসা পর্যটকদের জন্য এক অপূর্ব গন্তব্য।

ইতিহাস ও প্রাকৃতিক বৈচিত্র্য

১৯৮২ সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পাওয়া এই উদ্যানটি প্রায় ৫০২২ হেক্টর জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ২২১ প্রজাতির গাছপালা এবং ৬৪ প্রজাতির বন্যপ্রাণী। গজারি গাছের আধিক্যের কারণে স্থানীয়ভাবে এটি “ভাওয়ালের গজারির গড়” নামেও পরিচিত।

প্রধান আকর্ষণসমূহ

  • টেরাকোটার হাতির ভাস্কর্যসহ দৃষ্টিনন্দন প্রবেশ পথ

  • ৩১টি পিকনিক স্পট এবং ১৯টি কটেজ

  • প্রজাপতি বাগান ও কচ্ছপ প্রজনন কেন্দ্র

  • সুউচ্চ ওয়াচ টাওয়ার থেকে পুরো উদ্যানে নজরদারি

  • শিশুপার্ক, মিনি চিড়িয়াখানা ও লেক ভ্রমণের সুযোগ

সময়সূচি ও প্রবেশ মূল্য

  • খোলা: প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত

  • প্রবেশমূল্য: জনপ্রতি ২০ টাকা

  • যানবাহন প্রবেশ ফি: প্রাইভেট কার ৬০ টাকা, মাইক্রোবাস ১০০ টাকা, বাস ২০০ টাকা

কিভাবে যাবেন

ঢাকা থেকে জয়দেবপুর হয়ে সরাসরি বাস বা ব্যক্তিগত গাড়িতে যেতে পারবেন। গুলিস্তান থেকে প্রভাতী বা বনশ্রী পরিবহনের বাসেও সরাসরি যাওয়া যায়।

থাকার ও খাওয়ার ব্যবস্থা

উদ্যানের আশেপাশে রয়েছে সারাহ, সোহাগ পল্লী, নক্ষত্রবাড়ি, ছুটি রিসোর্টসহ বেশ কিছু জনপ্রিয় রিসোর্ট। খাবারের জন্য রয়েছে স্থানীয় ক্যান্টিন ও পিকনিক আয়োজনের সুযোগ।

পর্যটকদের জন্য পরামর্শ

  • নিরাপত্তার স্বার্থে গ্রুপ করে যান

  • কটেজে রাত্রিযাপন অনুমোদিত নয়

  • পাখি শিকার ও মাছ ধরা নিষিদ্ধ

  • নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবে না

  • শব্দ দূষণ থেকে বিরত থাকুন

আশেপাশের দর্শনীয় স্থান

  • নুহাশ পল্লী

  • বঙ্গবন্ধু সাফারি পার্ক

  • রাজেন্দ্র ইকো পার্ক

Scroll to Top