আর্মেনিয়ান চার্চ (Armenian Church) পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত একটি ঐতিহাসিক গির্জা, যা ১৭৮১ সালে আর্মেনীয় বণিক ও ধর্মযাজকদের মাধ্যমে নির্মিত হয়। ইউরোপীয় স্থাপত্যশৈলীতে তৈরি এই চার্চটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং পুরান ঢাকার অন্যতম দর্শনীয় নিদর্শনও বটে।
ইতিহাস
১৭৮১ সালের আগে এখানেই ছিল একটি কবরস্থান। পরবর্তীতে আর্মেনীয় ব্যবসায়ী আগা ক্যাটচিক মিনাস গির্জা নির্মাণের জন্য জমি দান করেন। তখনকার আর্মেনিয়ানরা মূলত লবণ, পাট, বস্ত্র ও পান ব্যবসায় জড়িত ছিল। তাদের বসতি গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীর তীরে, যা পরে “আর্মানিটোলা” নামে পরিচিতি পায়।
চার্চের বেদিতে যিশুখ্রিষ্টের চিত্রকর্ম ও একটি কাঠের পেঁচানো সিঁড়ি রয়েছে। কবরস্থানে রয়েছে তিন শতাধিক কবর, যেগুলোর বেশিরভাগই মার্বেল পাথরে নির্মিত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ১৮৭৭ সালে প্রয়াত ক্যাটচিক এভিটিক থমাসের সমাধি ও তার স্ত্রী আনীত শ্বেতপাথরের নারীমূর্তি।
আর্মেনিয়ান চার্চে শেষ সমাধিস্থ হন ভেরোনিকা মার্টিন, যিনি ২০০৫ সালে মারা যান। তার স্বামী মাইকেল মার্টিন চার্চের তত্ত্বাবধানে ছিলেন দীর্ঘদিন।
কিভাবে যাবেন
ঢাকার যেকোনো স্থান থেকে সিএনজি, রিকশা বা ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছানো যায়। গুলিস্তান থেকে রিকশা বা হাঁটাপথেও যেতে পারেন।
আশেপাশের দর্শনীয় স্থান
-
আহসান মঞ্জিল
-
সদরঘাট
-
বিউটি বোর্ডিং
-
বাহাদুর শাহ পার্ক
-
লালবাগ কেল্লা
-
তারা মসজিদ
-
শোয়ারী ঘাট