নক্ষত্রবাড়ি রিসোর্ট, গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত, যেখানে আপনি যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে একটু দূরে এসে প্রকৃতির মাঝেই বিশ্রাম নিতে পারেন। নাট্য পরিচালক ও অভিনেতা তৌকির আহমেদ ও অভিনেত্রী বিপাশা হায়াতের উদ্যোগে নির্মিত এই রিসোর্ট প্রায় ২৫ বিঘা জমির ওপর বিস্তৃত, যেখানে রয়েছে দিঘী, কৃত্রিম ঝর্ণা, সুইমিং পুল, কনফারেন্স হল, রেস্টুরেন্ট ও শীতাতপ নিয়ন্ত্রিত ১১টি কটেজ।
রিসোর্টে আছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা যেমন মাছ ধরা, নৌকা সওরা, পুল পার্টি, মিউজিক্যাল নাইট ও বাচ্চাদের খেলার জায়গা। প্রত্যেক পরিবারের জন্য তিনজন ফ্রি সুইমিং পুল ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে শুটিং স্পট, লাইব্রেরী ও মুভি থিয়েটার।
ভাড়া ব্যবস্থা: হোটেল কমপ্লেক্স, ওয়াটার বাংলো ও ফ্যামিলি বাংলো হিসেবে তিন ধরনের আবাসন সুবিধা প্রদান করা হয়। ডে আউট প্যাকেজ রয়েছে যেখানে ১০ জনের গ্রুপে খাবার, বোটিং ও পুল ব্যবহার অন্তর্ভুক্ত।
ঢাকার থেকে সহজেই বাস ও সিএনজি ভাড়া করে পৌঁছানো যায়। বুকিংয়ের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ও ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।