শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে গাজীপুরের মাওনার চকপাড়ায় অবস্থিত ড্রিম স্কয়ার রিসোর্ট (Dream Square Resort) হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। প্রায় ১২০ বিঘা জমির উপর বিস্তৃত এই রিসোর্টে আধুনিক সুযোগ-সুবিধার সাথে রয়েছে প্রাকৃতিক পরিবেশের অনন্য সমন্বয়।

দেশি-বিদেশি গাছপালায় ঘেরা রিসোর্টটিতে রয়েছে প্রাণীর ভাস্কর্য, সুইমিংপুল, ইনডোর গেমস, ওয়াচ টাওয়ার, মিনি পার্ক, রেস্টুরেন্ট, কফি শপ, ফিটনেস সেন্টার, খেলার মাঠসহ আরও অনেক কিছু। অতিথি পাখি দেখার জন্য শীতকালে সর্পিল লেক ও নারিকেল গাছে ঘেরা পরিবেশ এই রিসোর্টকে করে তোলে পাখিপ্রেমীদের জন্য আকর্ষণীয়।

রাত্রিযাপনের জন্য রিসোর্টে রয়েছে তিন ধরনের আবাসন – টুইন কেবিন, ট্যারেস কেবিন ও ডুপ্লেক্স। প্রতিটি রুম সাজানো গোছানো এবং ব্যালকনি থেকে উপভোগ করা যায় রাতের আকাশ বা চাঁদের আলো।

খরচ ও প্যাকেজ:
থাকার প্যাকেজ শুরু হয় ৯,৫০০ টাকা থেকে এবং বড় গ্রুপের জন্য ৩,০০০ টাকা জনপ্রতি সারাদিনের প্যাকেজ রয়েছে, যাতে খাবার, সুইমিং, বোটিং, বাচ্চাদের খেলা সহ অনেক কিছু অন্তর্ভুক্ত।


কিভাবে যাবেন:
ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা পর্যন্ত গিয়ে, সেখান থেকে পশ্চিম দিকে ৫ কিমি এগোলেই ড্রিম স্কয়ার রিসোর্ট।

কোথায় খাবেন:
রিসোর্টের অভ্যন্তরে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে দেশি-বিদেশি নানা খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও খাবার প্রি-বুকিং দেওয়া যায়।

যোগাযোগ:
চকপাড়া, মেডিকেল মোড়, মাওনা, শ্রীপুর, গাজীপুর-১৭৪০
📞 মোবাইল: 01401020202, 01401120102-6
📧 ইমেইল: rsvn@dreamsquareresort.com
🌐 Website | Facebook Page

Scroll to Top