গাজীপুর জেলায় টংগীর পুবাইলে অবস্থিত ‘জল ও জঙ্গলের কাব্য’ বা পাইলট বাড়ি খ্যাত রিসোর্টটি প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ ছোঁয়ার এক আদর্শ মিলনস্থল। ৯০ বিঘা জমির ওপর বাঁশ আর পাটখড়ি দিয়ে সৃজনশীল ডিজাইনে সাজানো এই রিসোর্টে বিলের ওপর অপরূপ জোছনা দেখতে এবং নদীর শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন।
ঢাকা থেকে সহজেই মাত্র কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে এখানে সারাদিন কাটানো সম্ভব। বাঁশের বেড়া, পাটখড়ির ছাউনি আর বিলের শীতল জলে বড়শি হাতে সময় কাটানোর সুযোগ একেবারে রোমাঞ্চকর। জল ও জঙ্গলের কাব্যে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করে নিজের জমিতে উৎপাদিত সবজি, ধান এবং বিলের মাছ দিয়ে তৈরি দেশীয় খাবার পরিবেশন করা হয়।
রিসোর্টে ডে আউট প্যাকেজ জনপ্রতি ২০০০ টাকা, যেখানে সকালের নাস্তা ও দুপুরের খাবার অন্তর্ভুক্ত। ১০ জনের গ্রুপে এই প্যাকেজ গ্রহণযোগ্য। রিসোর্টের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকে করে তোলে স্মরণীয়।
কিভাবে যাবেন:
ঢাকার মহাখালি থেকে নরসিংদী বা কালিগঞ্জগামী বাসে মাত্র ৪০ টাকায় পুবাইল কলেজ গেট পৌঁছানো যায়, এরপর রিক্সায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রিসোর্টে পৌঁছানো যায়। এছাড়া গাজীপুর থেকে শিববাড়ী হয়ে অটোরিকশায় সরাসরি আসার সুযোগ রয়েছে।
খাবারের বৈচিত্র্য:
সকালের নাস্তায় গুড়, চিতই পিঠা, লুচি, মাংস ও চা পরিবেশন করা হয়। দুপুরে ভাত, পোলাও, দেশি রুই মাছ, মুরগির ঝোল, ডাল ও ভর্তাসহ মজাদার দেশীয় খাবারের আয়োজন থাকে।
যোগাযোগ:
রিসোর্টে যেতে হলে অগ্রিম বুকিং নেওয়া অত্যন্ত জরুরি। বুকিং ও তথ্যের জন্য ফোন করুন: 01919782245।