গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদী ইউনিয়নে অবস্থিত বলিয়াদী জমিদার বাড়ী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক জমিদার বাড়িগুলোর একটি। আনুমানিক ১৬১২ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমানে প্রতিষ্ঠিত এই এস্টেটের প্রথম জমিদার ছিলেন কুতুব উদ্দিন সিদ্দিকীর পুত্র সাদ উদ্দিন সিদ্দিকী, যিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর বংশধর।
বর্তমানে বলিয়াদী এস্টেটের মোতাওয়াল্লী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী ৩৭তম বংশধর হিসেবে জমিদার বাড়ির দেখাশোনা করছেন। প্রায় ৪০০ বছরের পুরনো এই স্থাপনাটি এখনো জমিদার বংশধরদের মালিকানায় রয়েছে এবং এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নয়।
বলিয়াদী জমিদার বাড়ির কাছাকাছি মাত্র দুই কিলোমিটার দূরে আরও একটি জমিদার বাড়ি, শ্রীফলতলী জমিদার বাড়ি, ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান।
কিভাবে যাবেন:
ঢাকার মহাখালী বা গাবতলী থেকে টাঙ্গাইল বা গাজীপুরগামী বাসে কালিয়াকৈর বাইপাস বা চন্দ্রা নামা যায়। সেখান থেকে রিকশা বা সিএনজি নিয়ে সরাসরি বলিয়াদী জমিদার বাড়িতে যাওয়া যায়।
কোথায় খাবেন:
কালিয়াকৈর বাইপাসের কাছে ঘরোয়া রেস্তোরাঁয় মানসম্মত খাবার পাওয়া যায়। চাইলে ঢাকায় ফিরে খাওয়ার ব্যবস্থা করা যায়।