সদরঘাট (Sadarghat) বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর। পদ্মা সেতু চালু হওয়ার পর আগের তুলনায় কম ব্যস্ত হলেও সদরঘাট এখনো দেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

সদরঘাটের ইতিহাস

সদরঘাটের ইতিহাস হাজার বছরেরও পুরনো। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠা ঢাকা শহরের বিকাশে সদরঘাটের অবদান অনস্বীকার্য। ইতিহাসবিদদের মতে, এই অঞ্চল থেকেই ঢাকা নগরীর শুরুও বলা যায়।
প্রাচীন গ্রন্থ ‘কলিকা পুরাণ’, ‘আকবরনামা’ এবং ‘আইন-ই-আকবরী’–তেও বুড়িগঙ্গা ও ঢাকার উল্লেখ রয়েছে।

সদরঘাটে কী দেখবেন

  • নৌযান: সারি সারি লঞ্চ, স্টিমার ও নৌকা আপনাকে দেবে ভিন্ন এক অভিজ্ঞতা।

  • নৌকা ভ্রমণ: বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করে পুরান ঢাকার সৌন্দর্য উপভোগ করুন।

  • লঞ্চ টার্মিনাল: দেশের দক্ষিণাঞ্চলের ৪৫টির বেশি গন্তব্যে চলাচল করা বিশাল লঞ্চ গুলো এখানে দাঁড়িয়ে থাকে।

কিভাবে যাবেন

ঢাকার যেকোনো প্রান্ত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুলিস্তান বা সদরঘাট মোড়ে এসে রিকশায় সহজেই পৌঁছানো যায় সদরঘাটে। ব্যক্তিগত গাড়ি, সিএনজি বা বাসে করেও যাওয়া সম্ভব।

খাবার-দাবার

  • Buriganga Riverview Restaurant – নদীর পাশের দারুণ রেস্টুরেন্ট

  • জনসন রোড, নাজিরা বাজার, লক্ষীবাজার, বিউটি বোর্ডিং – পুরান ঢাকার সুস্বাদু খাবারের স্বর্গরাজ্য

আশেপাশের দর্শনীয় স্থান

  • আহসান মঞ্জিল – সদরঘাটের পাশেই

  • আর্মেনিয়ান চার্চ, বাহাদুর শাহ পার্ক, তারা মসজিদ, লালবাগ কেল্লা, বিউটি বোর্ডিং, শোয়ারীঘাট ইত্যাদি

একদিনেই ঘুরে দেখতে পারেন পুরান ঢাকার ঐতিহাসিক সব জায়গা।

Scroll to Top