রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে গাজীপুর জেলার শালবনের গহীনে অবস্থিত রাজেন্দ্র ইকো রিসোর্ট প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের জন্য আদর্শ স্থান। প্রায় ৮০ বিঘা জমির উপর ছড়িয়ে থাকা এই রিসোর্টে রয়েছে ২৬ টি কটেজ ও মাটির ঘর, যেখানে অতিথিরা আরামদায়ক সময় কাটাতে পারেন।

এখানে বনায়ন কাজের মাধ্যমে বনের পরিবেশ অক্ষুণ্ণ রাখা হয়েছে। অতিথিরা রিসোর্টের লেকে মাছ শিকার, নৌকা ও সাইকেল চালানো, অর্গানিক ফার্ম ঘুরে দেখতে পারেন। আরও আছে সুইমিং পুল, ম্যাসেজ পার্লার, ক্যাফেটেরিয়া এবং বন পর্যবেক্ষণের জন্য অবজারভেশন টাওয়ার।

রাজেন্দ্র ইকো রিসোর্টে অতিথিদের জন্য সারাদিনের প্যাকেজ রয়েছে যেখানে সকালের নাস্তা ও দুপুরের খাবার অন্তর্ভুক্ত। দুইজনের জন্য সারাদিন ভাড়া মাত্র ৪০০০ টাকা। রাত্রীযাপন করতে চাইলে এক বা দুই জনের জন্য আলাদা ভাড়া রয়েছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, এগারোসিন্দুর, অথবা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে যাওয়া যেকোনো বাসে ক্যান্টনমেন্ট কলেজের সামনে নেমে সিএনজি বা অটোরিক্সা ভাড়া করে সহজেই পৌঁছানো যায়।

Scroll to Top