গাজীপুরের সুকুন্দি গ্রামে অবস্থিত ছুটি রিসোর্ট প্রায় ৫০ বিঘা জমিতে গড়ে তোলা একটি প্রাকৃতিক, আরামদায়ক ও আধুনিক সুবিধাসম্পন্ন অবকাশ কেন্দ্র। এখানে রয়েছে নৌভ্রমণ, মাছ ধরা, বার্ড হাউস, ভেষজ বাগান, সুইমিং পুল, কিডস জোন, গ্রামীণ পিঠা, আধুনিক রেস্টুরেন্ট এবং স্পোর্টস জোন।

ছুটি রিসোর্টের কটেজগুলো এসি ও নন-এসি সহ বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যায়, যেখানে থাকার ভাড়া শুরু হয় ৫ হাজার টাকা থেকে। প্রতিটি বুকিংয়ে রয়েছে সুইমিং পুল, বোটিং, ব্রেকফাস্ট এবং ফ্রুটি বাস্কেটের সুবিধা।

ঢাকার কাছাকাছি, সহজ যাতায়াতের কারণে পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটানোর জন্য এটি একটি আদর্শ গন্তব্য। বিশেষ করে পূর্ণিমার রাতে বিদ্যুৎ বন্ধ রেখে প্রকৃতির কোলে জোছনার ছোঁয়া উপভোগ করার সুযোগ মিলবে এখানে।

আপনি চাইলে ডে আউট প্যাকেজেও অংশ নিতে পারেন, যা সকালের নাস্তা, দুপুরের খাবারসহ জনপ্রতি মাত্র ২৭০০ টাকা।

অগ্রিম বুকিং দিয়ে ছুটি রিসোর্টের প্রকৃতি ও শান্তির মাঝে এক অবিস্মরণীয় সময় কাটান।

Scroll to Top