ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় ইছামতি নদীর তীরে অবস্থিত কোকিল পেয়ারী জমিদার বাড়ি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রায় ২০০ বছর পূর্বে ১৮০০ শতকে জমিদার ব্রজেন রায় (সুদর্শন রায়) চার একর জমিতে এই মনোমুগ্ধকর বাড়িটি নির্মাণ করেন। নিজস্ব নান্দনিক বাগানে ঘেরা ইট, সুরকী ও রডের ব্যবহার এ জমিদার বাড়িকে এক আলাদা মাত্রা দেয়, যা ‘ব্রজ নিকেতন’ নামে পরিচিত।
জমিদার বাড়ির ইতিহাস
ব্রজেন রায়ের হাতে নির্মিত এই বাড়ির মালিকানা পরবর্তীতে স্থানীয় তেল ব্যবসায়ী এবং এক জজের কাছে বিক্রি হয়ে যায়। এজন্য বাড়ির সাথে ‘তেলিবাড়ি’ ও ‘জজবাড়ি’ নামগুলোও যুক্ত হয়েছে। ৫০০ গজের মধ্যে রয়েছে বৌদ্ধ মন্দির, শ্রীলোকনাথ সাহা বাড়ি, কলাকোপা আনসার ক্যাম্প, উকিল বাড়ি, দাস বাড়ি, আদনান প্যালেস এবং ইছামতি নদী। অনেকের মতে, এই স্থাপনাগুলোই কোকিলপেয়ারী জমিদার বাড়ির অংশ।
কিভাবে যাবেন
ঢাকা থেকে কোকিল পেয়ারী জমিদার বাড়ির দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ঢাকার বাবুবাজার ব্রিজ অথবা শহীদ বুদ্ধিজীবী সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু) দিয়ে দোহার এসে নবাবগঞ্জের কলাকোপা যাওয়া যায়। এছাড়া গুলিস্তান থেকে বান্দুরাগামী বাসে সরাসরি কলাকোপা নামক স্থানে নেমে জমিদার বাড়িতে পৌঁছানো সম্ভব। বর্তমানে এটি আনসার একাডেমী হিসেবে পরিচিত।
কোথায় থাকবেন
ঢাকার কাছাকাছি হওয়ায় এখানে দিনভর ভ্রমণ করে রাতে ঢাকায় ফিরে যাওয়া যেতে পারে। তাই আলাদা থাকার প্রয়োজনীয়তা খুব বেশি নেই।
কোকিল পেয়ারী জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্যরসিকদের জন্য এক অনন্য গন্তব্য। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এবং ঐতিহাসিক অনুভূতি লাভের জন্য এটি একটি আদর্শ স্থান।