রাজধানী ঢাকা থেকে খুব কাছেই গাজীপুর জেলার কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে অবস্থিত অঙ্গনা রিসোর্ট (Angana Resort) এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা অবকাশযাপন কেন্দ্র। ২০০৪ সালে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ ১৮ বিঘা জমির উপর গড়ে তোলেন এই গ্রামীণ ধাঁচের রিসোর্টটি।
নাগরিক জীবনের ব্যস্ততা থেকে নিজেকে একটু ছুটি দিয়ে প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে অঙ্গনা রিসোর্ট হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য।
অঙ্গনা রিসোর্টে যা পাবেন
-
প্রাকৃতিক পরিবেশে নির্মিত মাটির ঘর
-
সুইমিং পুল, খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট
-
সবুজ বাগান ও পুকুরঘেরা নিরিবিলি পরিবেশ
-
ছোট্ট পার্ক, পাখি ও ১৬টি হরিণ-সমৃদ্ধ খাঁচা
-
আধুনিক বাংলো (১৪ কক্ষ), মসজিদ
-
প্রশিক্ষণ, কর্মশালা ও মিটিং-এর সুবিধা
-
অভিজ্ঞ ও প্রশিক্ষিত ১৮ জন কর্মী দ্বারা পরিচালিত সেবা
ভাড়া ও খরচ
-
কটেজ রুম ভাড়া (প্রতি দিন): ৫,০০০ টাকা
-
পিকনিক/অনুষ্ঠানের জন্য ভাড়া: ৭০,০০০ – ৮৫,০০০ টাকা (পূর্ণাঙ্গ আয়োজনসহ)
যোগাযোগ
-
মোবাইল: 01894803511, 01711182626
-
ফেসবুক পেজ: Angana Resort Facebook Page
কিভাবে যাবেন?
-
নিজস্ব পরিবহণে:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে এমপি চেকপোস্ট পার করে আরও ৭ কিলোমিটার এগুলেই অঙ্গনা রিসোর্টে পৌঁছে যাবেন। -
বাস বা অন্যান্য যানবাহনে:
গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া সড়কের পাবুর রাস্তা নামক স্থান পর্যন্ত গিয়ে, সেখান থেকে মাত্র ১ কিলোমিটার দক্ষিণে এগোলেই দেখা মিলবে অঙ্গনা রিসোর্টের।